✨✨সিসিটিভি ক্যামেরা আসল না নকল কিভাবে চিনবেন
[vc_row][vc_column][vc_column_text]আমাদের কাছে অনেকেই কমপ্লেইন করেন CCTV Camera লাগিয়েছিলেন কিন্তু রাতে লাইভ মনিটর করতে পারেন না, দিনে ও ভালো করে মোবাইল ফোন থেকে লাইভ মনিটর করা যায় না। যাদের কাছ থেকে কিনেছেন তারা বলছে CCTV Camera নাকি এইরকম হয়। কথা শুনে বুঝতে আর অসুবিধা হয়নি, ক্রেতা নকল Dahua ক্যামেরা কিনে ঠকেছেন।
CCTV Camera ক্রয় করার সময় অব্যশই ভালো কোম্পানির ক্যামেরা কিনবেন। ক্যামেরার দাম অরিজিনাল কোম্পানির ওয়েবসাইট এর সাথে মিলিয়ে দেখবেন। প্রথমত কোম্পানি এই ক্যামেরা তৈরি কিনা। তৈরি করলে দোকানের দাম আর ওয়েবসাইট এর দামের মধ্যে পার্থক্য কত। দোকানে যদি দাম অনেক সস্তা হয়, তাহলে আপনি নিচ্চিত থাকতে পারেন পণ্যটি নকল।
ক্যামেরাতে ইনফারেড লাইট থাকে রাত্রে দেখার জন্য। ক্যামেরাটি অন্ধকারের মধ্যে নিয়ে গেলে লাল লাইট জলে উঠবে, আর আলোর মধ্যে অফ থাকবে। যদি আলোর মধ্যে লাল লাইট জলে উঠে তাহলে বুঝবেন ক্যামেরাটি নকল।
নকল হলে ক্লাউড ID থাকবেনা আর আপনি কম্পিউটার থেকে ক্যামেরা লাইভ মনিটর করতে পারবেন না।
নকল ক্যামেরার এপপ্স ভালো হয়না, এপপ্স রেটিং ১-২ ষ্টার হবে। নকল ক্যামেরা গুগল এ সার্চ করলে খুঁজে পাওয়া যাবে না।
ক্যামেরা ক্রয় করার সময় চিন্তা ভাবনা করে কিনবেন। তাহলে আর প্রতারিত হবেন না
[/vc_column_text][/vc_column][/vc_row]